বড় পর্দায় অভিনয় যার ধ্যানজ্ঞান তিনি কীভাবে অভিনয়কে বিদায় দিয়ে ঘরে বন্দি থাকতে পারেন। ক্যারিয়ারে উপহার দিয়েছেন জনপ্রিয় ছবি। দিন কয়েক আগে নিজেই জানিয়েছিলেন ‘বয়স হচ্ছে, সংলাপ মনে রখাতে পারছি না।’ তখন গুঞ্জন উঠেছিল অভিনয়কে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন। বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন! ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে দেখা যাবে বিগ বিকে। ছবির শুটিং শুরু হবে মে মাস থেকে। ‘কল্কি’র প্রথম পর্বে ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।