ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মিথিলার বিশেষ চমক

মিথিলার বিশেষ চমক

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বাংলাদেশ ও কলকাতার দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন। চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’ যা দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। আসন্ন ঈদ উপলক্ষে সিনেমা ও টেলিভিশন জগতে ব্যস্ততা বেড়েছে।

অন্যান্য শিল্পীদের মতো মিথিলাও হাজির হচ্ছেন বিশেষ চমক নিয়ে। তবে এবার তিনি কোনো সিনেমা নয় বরং ফিরছেন তার আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এর দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তিতে জটিল মানসিকতার এক নারীর চরিত্রে অভিনয় করে মিথিলা দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন। তার সংলাপ ও চরিত্র উপস্থাপনার ধরন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রথম সিজনের শেষে এক রহস্য রেখে গল্প থেমে যায় যা থেকেই দর্শক অনুমান করেছিলেন এর দ্বিতীয় পর্ব আসবে। এবার সেই প্রত্যাশাই সত্যি হলো।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের ঈদুল ফিতরেই দর্শকরা সিরিজটির দ্বিতীয় কিস্তি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত