প্রথমবার একসঙ্গে, তবে পর্দায় নয়- গানের মঞ্চে! চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল হিমি নিজেদের ধরা দেবেন এমন ভিন্ন আঙ্গিকেই। আর অল্প কিছুদিনের অপেক্ষা। এই দুই ব্যস্ত শিল্পীর গলায় শোনা যাবে এক রোম্যান্টিক গান। তবে জুটি বেঁধে এটিই প্রথম কাজ সিয়ামণ্ডহিমির। জানা গেছে, সিয়ামণ্ডহিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। এরই মধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এদিকে সিয়াম আহমেদ গানের সঙ্গে অভ্যস্ত না থাকলেও আগে থেকে সংগীতচর্চা করতেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন, তবে সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি।