এই প্রজন্মের শ্রোতাপ্রিয় অন্যতম ব্যস্ত সঙ্গীতশিল্পী তাসনিম আনিকা। এই প্রজন্মের যতো সঙ্গীতশিল্পী আছেন তারমধ্যে সম্ভবত আনিকাই চারটি ভাষায় নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। তিনি একাধারে বাংলা, ইংরেজি, হিন্দী ও আরবী ভাষায় সঙ্গীত পরিবেশন করে থাকেন। বিশেষত স্টেজ শোতে তার দুর্দান্ত পারফর্ম্যান্স, তার সুরেলা মিষ্টি কণ্ঠ ও কয়েকটি ভাষায় সঙ্গীত পরিবেশন করতে পারার কারণে তার সমসাময়িক কালের অনেক শিল্পীর চেয়ে স্টেজ শোতে তার চাহিদাটা অনেক বেশি। যে কারণে আগামী ঈদে যেখানে তার সমসাময়িক অনেক শিল্পীর স্টেজ শো এখনো কোনো তারিখ চূড়ান্ত না হলেও এরই মধ্যে আগামী ঈদের পরপরই তাসনিম আনিকার বেশ কয়েকটি স্টেজ শোর সিডিউল লকড হয়ে আছে। রোজা শুরু হবার আগেই যেমন তার স্টেজ শোতে পুরোদমে ব্যস্ততা ছিল, ঈদের পরপরই সেই একই ব্যস্ততা শুরু হতে যাচ্ছে তাসনিম আনিকার। এদিকে আজ তাসনিম আনিকার জন্মদিন। একজন রহস্যময় মানব ছাড়া বাকি সবাই তার জন্মদিনে থাকবেন।