বিপাশা হায়াত, বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। তিনি শুধু একজন অভিনেত্রীই নন। পাশাপাশি একজন নাট্যকার ও চিত্রশিল্পীও। আজ বিপাশা হায়াতের জন্মদিন। একজন ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন শিল্পী বিপাশা হায়াত। অভিনয়ের বাইরে তার পার্সোনালিটি সবাইকে ভীষণ মুগ্ধ করে। তবে এই মুহূর্তে তিনি দেশে নেই। স্বামী সন্তানের সঙ্গে তিনি আমেরিকাতে আছেন। বিপাশার জন্মদিন উপলক্ষে কথা হয় তার বাবা দেশবরেণ্য জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্মাতা আবুল হায়াতের সঙ্গে। আবুল হায়াত বলেন, ‘দেখতে দেখতে বিপাশা ৫৪ বছরে পা দিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যখন উত্থাল সারা দেশ। সেই সময়ের আজকের দিনে বিপাশার জন্ম। আমি তখন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। ২৩ মার্চ আমার স্ত্রীর কোল জুড়ে জন্মনিলো বিপাশা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালেই তার জন্ম। সেই উত্থাল সময়ে বিপাশার জন্মের পর মালিবাগে বাসায় গিয়ে সেখান থেকে পুরো পরিবারসহ পাঁচ মাইল পায়ে হেঁটে বিপাশার মা বিপাশাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে আমার শ্বশুরবাড়ি বেরাইদ গিয়েছিল। কারণ মুক্তিযুদ্ধের সেই সময়টাতে শহর থেকে তখন গ্রামই ছিলো নিরাপদ। সাতদিন পর হাসপাতাল থেকে ফিরে গিয়ে আমি বিপাশার মুখ প্রথম দেখি। সেই বিপাশা আজকের বিপাশা। ৫৪’তে পা দিল। আমি গর্ব করেই বয়সটা উল্লেখ করি। কারণ মুক্তিযুদ্ধের সেই উত্থাল সময়েই আমার বিপাশার জন্ম।’ জন্মদিন এলে নিশ্চয়ই বিপাশা হায়াতকে মিস করেন, এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন, ‘গত বছরই আমার বই প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে বিপাশা দেশে এসেছিল। তখন তার আম্মার চোখের অপারেশন হলো। মায়ের পাশে থেকে মায়ের চিকিৎসার পুরো দায়িত্বটা কাঁধে নিয়ে সবকিছু ঠিকঠাক মতো করে দিয়েই আবার আমেরিকায় ফিরে যায় বিপাশা। সেই সময়টাতে কিন্তু বিপাশা না আসলেও পারতো, কিন্তু এই যে আমার বই প্রকাশনা, মায়ের চোখের চিকিৎসা-সবকিছু মিলিয়ে ওর মনটাও আসলে মানছিল না। তাই সুদূর আমেরিকা থেকে ঢাকায় চলে এসেছিল।