ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তারিক স্বপনের ‘ফকিরা বংশ’

তারিক স্বপনের ‘ফকিরা বংশ’

যদি মানুষের স্বভাব চরিত্র ভালো হয়, তবে বংশে কি আসে যায়। কিন্তু না, বংশ এবং উত্তম ব্যবহার দুইটাই যে প্রয়োজন একজন ভালো মানুষ হতে গেলে। আবার ফকির বংশের লোকজন যে ফকির নয়, কিংবা চৌধুরী বাড়ির সবাই যে জমিদার নয়, তেমন উদাহরণও এই সমাজে অহরহ রয়েছে।

এ নিয়ে বিতর্কেরও যেন শেষ নেই। এমনই স্যাটায়ার কমেডি গল্প নির্মাণ করলেন নির্মাতা মমিন সরকার। আর এই ফকিরা বংশ নাটকটির কারিগর অর্থাৎ রচয়িতা ফরিদুল ইসলাম রুবেল। ‘ফকিরা বংশ’ নাটকটিতে অভিনয় করেছেন- তারিক স্বপন, আঁখি চৌধুরী, কাজী রাজু, সায়কা আহমেদ, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, এবি রশিদ, রিকি প্রমুখ। নাটকটি খুব শীঘ্রই প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত