ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিনেমা হলে যান না ববিতা

সিনেমা হলে যান না ববিতা

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা এবার ঢাকাতেই ঈদ করছেন। ববিতা জানান, কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছেন। আগামী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তিনি যখন সিনেমাতে অভিনয় করতেন সেই সময়টায় ঈদের অন্যান্য প্রস্তুতির মধ্যে সিনেমা হলে গিয়ে নিজের অভিনীত সিনেমা দেখারও পূর্ব প্রস্তুতি থাকত। কিন্তু এখন আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহটাও নেই। তবে ববিতা জানান, ঠিক কতো বছর আগে সর্বশেষ নিজের অভিনীত সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছেন তা আজ আর মনে নেই।

ববিতা বলেন, ‘যখন চারিদিকে আমার সিনেমার জয় জয়কার, আমার সিনেমাগুলো মুক্তি পেলেই খুব ভালো ব্যবসা করতো। সেই সময় নিজে হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেছি। তবে আজ মনে পড়ছে একবার আমার অভিনীত একটি সিনেমা হলে দেখতে গিয়ে দর্শকের কাছে ধরা পড়েছিলাম। আমি বোরকা পড়ে মুখ ঢেকে সিনেমা হলে গিয়েছিলাম আরো অন্যান্যদের সঙ্গে। মুখ ঢাকা থাকলেও হাত তো আর ঢাকা থাকতোনা। একজন দর্শক আমার হাত দেখেই বুঝে ফেলেছিলেন যে আমি ববিতা। পরবর্তীতে আমাকে এক নজর দেখার তার আকুতি মিনতির কাছে আমি হার মেনে যাই। মুখ থেকে কাপড় সরিয়ে তার সঙ্গে কথা বলতে হয়। যদিও বিষয়টা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিল এ কারণেই যে আমার হাত দেখেই আমার ভক্ত টের পেয়েছিল যে আমি ববিতা। তবে এরপর থেকে আমার আর সিনেমা হলে যাওয়া হয়নি। সিনেমা মুক্তি পেয়েছি, ব্যবসা সফল হয়েছে কিন্তু সেসব সিনেমা হলে গিয়ে দেখা আর হয়ে উঠেনি। আসলে ভক্তদের জন্যইতো আমরা ভালো ভালো সিনেমাতে অভিনয় করি। সেসব সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করেন। তাই দর্শকের প্রতি আজীবন ভালোবাসা আমার। এই যে এখনো দর্শকের আমাকে নতুন সিনেমায় অভিনয়ে দেখার প্রবল আগ্রহ, এটাই কিন্তু অনেক বড় বিষয়।’ এদিকে বিগত কয়েক বছর যাবত আমেরিকায় ৫ আগস্ট ‘ববিতা দিবস’ হিসেবে উদযাপিত হয়ে আসছে।

ববিতা জানান, প্রায়শই কথা হয় চলচ্চিত্রের অনেকের সঙ্গে। চেষ্টা করেন তিনি সবার খোঁজ নিতে। তবে চলচ্চিত্রের নানান ধরনের অনুষ্ঠানে কমই যান তিনি, জানালেন ববিতা। এরই মধ্যে ববিতা জানালেন, বেশ কয়েকজন পরিচালকও তারসঙ্গে যোগাযোগ করেছেন, স্ক্রিপ্ট পাঠিয়েছেন। কিন্তু কোনো স্ক্রিপ্টই ভালোলাগেনি তার। যে কারণে আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না ববিতাকে। তবে আর অভিনয় করবেন না এমনটাও বলেননি তিনি। যদি কোনোদিন গল্প, চরিত্র খুউব ভালোলেগে যায় এবং নির্মাতা যদি নিশ্চয়তা দেন তিনি শতভাগ যত্ন নিয়ে সিনেমা নির্মাণ করবেন, তবে হয়তো নতুন সিনেমাতে দেখাও যেতে পারে ববিতাকে। ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাতে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত