ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ক্ষোভ ঝাড়লেন অপি করিম

ক্ষোভ ঝাড়লেন অপি করিম

শোবিজের গুণী অভিনেত্রী অপি করিম। যার হাসিতে মুক্তো ঝরে। ব্যক্তিগত জীবন থেকে অভিনয়, ক্যারিয়ার সবই বেশ পরিপাটি তার। এ কারণেই তার ভক্তের সংখ্যা কম নয়। দর্শকপ্রিয় এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আছেন বেশ বিপাকেই। এর আগেও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে সচেতন হয়েছিলেন তিনি। কারণ, তার নাম ব্যবহার করে দিনের পর দিন কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এই নিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হচ্ছে। এদিকে, ভক্তদের সচেতন করে অপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন, নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ আমার নামে নানা অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে, আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত। তাদেরকে আপনারা ওইগুলো ‘আমার কথা’ বলে বিশ্বাস করাতে পারবেন না। তার নামে যারা লিখেছেন, তাদের উদ্দেশে অপি লিখেন, আপনার যদি এত ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত