এবারের ঈদে খুউব বেশি নাটকে অভিনয়ে না দেখা গেলেও নতুন নাটক ও উপস্থাপনায় দেখা যাবে মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা মিম চৌধুরীকে। আগামী ঈদের চতুর্থ দিন রাত ৭.৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে মিম অভিনীত নাটক ‘যাদু’। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন ও পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। এই নাটকে মিম অভিনয় করেছেন গুণী নাট্যাভিনেতা মোশাররফ করিম। এদিকে কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে আহমেদ জসীমের ‘মালা’ শিরোনামের আরেকটি নাটক এতে অসাধারণ অভিনয় করেছেন মিম চৌধুরী। এদিকে আগামী ঈদে মিমকে উপস্থাপনায়ও ব্যস্ত থাকতে দেখা যাবে। আগামী ঈদে গ্লোবাল টিভির ঈদ বিশেষ সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন মিম চৌধুরী। মিমের উপস্থাপনায় গ্লোবাল টিভিতে দ্বিতীয় দিন সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সাগর দেওয়ান ও শেহরীন মিম। ষষ্ঠ দিন সঙ্গীত পরিবেশন করবেন সাব্বির ও লুইপা। ঈদের চতুর্থ দিনেও মিমের উপস্থাপনাতেই সরাসরি গানের অনুষ্ঠান প্রচারিত হবে।
তবে চতুর্থদিন কে কে গান গাইবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে মিম চৌধুরী নিয়মিত ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। কিছুদিন আগেই তিনি মোশাররফ করিমের সঙ্গে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত বেশকিছু নাটক দর্শকের কাছে দারুণ গ্রহনযোগ্যতা পেয়েছে। সেসব নাটকের দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করেই পরিচালক শামীম জামান এবার মোশাররফ করিম ও মিম চৌধুরীকে নিয়ে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’-এর নির্মাণ কাজ শুরু করেছেন। নাটকটিতে মোশাররফ করিম ও মিম স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।