উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা আবারো বাংলাদেশের ঈদের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভির ‘আনন্দ মেলায়’ আবারো সঙ্গীত পরিবেশন করেছেন। গত বছর তার সঙ্গে ‘আনন্দ মেলায় গেয়েছিলেন এই প্রজন্মের চারজন সঙ্গীতশিল্পী। তারা হলেন কণা, সাব্বির, ইমরান ও ঝিলিক। তবে এবার তিনি ‘আনন্দ মেলায়’ একাই গান গেয়েছেন। রুনা লায়লার কণ্ঠে বাংলা যতো আধুনিক জনপ্রিয় গান রয়েছে তারমধ্যে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’ গানটি। এই গানটিই তিনি আবারো ‘আনন্দ মেলা’য় গাইলেন। গত ২০ মার্চ রুনা লায়লা ল-ন থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর বিশ্রামে থেকে গত ২৪ মার্চ বিকাল তিনটায় তিনি বিটিভিতে যান। বিকাল চারটায় রুনা লায়লা বিটিভির মূল মিলনায়তনে গানটি রেকর্ডিং-এর জন্য স্টেজ-এ উঠেন। এই সময় তাকে নির্দেশনায় দিচ্ছিলেন ‘আনন্দ মেলা’র তিনজন প্রযোজকের একজন মাহবুবা ফেরদৌস। এবারের ‘আনন্দ মেলা’র আরো দুইজন প্রযোজক হলেন মো. মনিরুল হাসান ও মো. হাসান রিয়াদ। প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা আপা আমাদেরই নয় তিনি বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব। তার একটি গান আনন্দ মেলার গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমরা রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ আবারো ‘আনন্দ মেলা’য় ‘শিল্পী’ গানটি গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘শিল্পী গানটি আমার সঙ্গীত জীবনের একটি সিগনেচার সং। এই গান কিন্তু বিটিভিতে প্রচারের জন্যই করা হয়েছিল। বিটিভিতে প্রচারিত উপহার অনুষ্ঠানে অনেক আগে আমার একেবারেই নতুন কয়েকটি মৌলিক গান প্রচার হয়েছিল। প্রযোজক ছিলেন বরকত উল্যাহ সাহেব। শিল্পী গানটি যেহেতু আমার কথা বলছে সে কারণে গানটি সেই সময়ই জনপ্রিয়তা পেয়েছিল। গানের কথা ও সুর খুউব সুন্দর। এই গান এখনো আমি যেখানেই স্টেজ শো করতে যাইনা কেন দর্শক শ্রোতারা শুনতে চান। একটি গান এতো এতো বছর পরেও শ্রোতা দর্শকের মনে গেঁথে আছে, শিল্পী হিসেবে এটাও অনেক বড় প্রাপ্তি। যে কারণে আমি সবসময়ই বলি শ্রোতা দর্শকের ভালোবাসার মাঝেই একজন শিল্পী আজীবন বেঁচে থাকেন। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আবারো আমাকে আনন্দ মেলায় আমন্ত্রণ জানানোর জন্য।’ প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান আগামী ঈদে বিটিভিতে রাত দশটায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে। ‘শিল্পী’ গানটি মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর সঙ্গীত। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় নাম ভূকিায় অভিনয় করেছিলেন রুনা লায়লা। এই সিনেমায় ‘শিল্পী’ গানটি ব্যবহৃত হয়েছিল।