আগামী ঈদে এখন পর্যন্ত যেসব সিনেমা মুক্তির তালিকায় রয়েছে তার মধ্যে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও রয়েছে। এই সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন সময়ের দর্শকপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নিজের সিনেমা নিয়ে প্রচারণায় পিছিয়ে নেই দীঘিও। সেই ধারাবাহিকতায় ‘নেক্সাস টিভির ঈদ বিশেষ আয়োজন ‘কাট আনকাট শোতে উপস্থাপিকা শারমিন দীপ্তির আহ্বানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
এরই মধ্যে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দীঘি। একটু ভিন্ন ঘরানার এই আয়োজনে অংশগ্রহণ করে বেশ উচ্ছ্বসিত দীঘি। দীঘি বলেন, ‘এবারের ঈদে আমার অভিনীত জংলি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির গল্প, গান এবং নির্মাণশৈলী দর্শককে মুগ্ধ করবে, এটা আমার বিশ্বাস। আমরা যারা এতে অভিনয় করেছি প্রত্যেকেই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছি। যে কারণে জংলি নিয়ে অনেক প্রত্যাশা আমাদের। নিজেদের সিনেমার গল্প বলার চেষ্টা করেছি দীপ্তি আপুর নিমন্ত্রণে নেক্সাস টিভির কাট আনকাট শোতে। এই আয়োজনটি দর্শকের ভালোলাগবে আশা করছি।’ দীপ্তি বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি পেলে তারকারাও নিজেদের সিনেমার প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। সেই ব্যস্ত সময় থেকে দীঘি আমাদেরকে সময় দিয়েছেন, এ জন্য তার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। কাট আনকাট শো’টি আমারই উপস্থাপনায় এবারের ঈদে নেক্সাস টিভিতে প্রচার হবে। এবারের আয়োজন, অনুষ্ঠানকে ঘিরে নানান পরিকল্পনা একটু ভিন্ন আঙ্গিকের। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ দীপ্তি জানান আগামী ঈদের দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে দীঘির অংশগ্রহণের পর্বটির প্রচার হবে। এই আয়োজনে আরো অংশগ্রহণ করেছেন চলচ্চিত্রাভিনেত্রী নাসরিন, অভিনেতা জয়, সাংবাদিক ফাহিম ও উপস্থাপিকা অহনা তাসনীম, কনটেন্ট ক্রিয়েটর নুসরাত, ডিবি রবিউল ইসলামসহ আরো কয়েকজন।