সিনেমার গান হিট হলে সেই সিনেমা হলে গিয়ে দেখার প্রতি দর্শকের আগ্রহ বেড়ে যায় দর্শকের। এখন পর্যন্ত ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে ‘জীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘জীন থ্রি’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাবে। এতে নায়কের ভূমিকায় আছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা নূসরাত ফারিয়া।
এর আগেও যেমন সজল অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে, নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাও মুক্তি পেয়েছে। তবে তাদের অভিনীত সিনেমার গান ‘কন্যা’ গানের মতো এতো সুপার হিট হয়নি। গানটি প্রকাশিত হয় গেল ১৭ মার্চ সন্ধ্যায়। প্রকাশের মুহূর্ত থেকেই গানটিকে ঘিরে দর্শকের মধ্যে যেমন আগ্রহ দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গানটি দারুণ আলোচনায় চলে আসে। দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিকটকে, রিলসে বারবার বেজে উঠছিল ‘কন্যা কন্যা কন্যারে বলব মনের কথা শোননারে’।
আর এই গানই যেন বিশেষত সজলের সিনেমা জীবনের বিগত দিনের হিসেব নিকেশই বদলে দিল। এই গান দিয়ে যেমন নতুন করে তুমুল আলোচনায় সজল। ঠিক তেমনি এই গানের কারণেই সজল অভিনীত ‘জীন থ্রি’ সিনেমা দেখার প্রতিও দর্শকের আগ্রহও বেড়ে গেছে অনেকটাই। তাই ঈদে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাকে ঘিরে সজল আছেন বেশ খোশমেজাজে। সেই সাথে একটু চিন্তাতেও আছেন। কারণ ‘জীন থ্রি’কে ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলোর সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। ‘কন্যা’ গানটি লেখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল ও গেয়েছেন কণা-ইমরান। ‘জীন থ্রি’ সিনেমা ও কন্যা গান প্রসঙ্গে সজল বলেন,‘ কী যে ভালোলাগছে এই মুহূর্তে তা আসলেই ভাষায় প্রকাশের নয়। প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি, কিন্তু অনেক কষ্ট হলেও বিশেষত জীন থ্রি’র কন্যা গানে সব ভুলে গিয়ে পারফর্ম করেছি। আল্লাহ আমাকে সেই প্রতিদান দিয়েছেন। আমার প্রতি আমার ভক্ত দর্শকের ভালোবাসা ছিলো, আছে এবং আমি বিশ্বাস করি থাকবেও। তবে কেন যেন এই সময়ে এসে অনুভব করলাম আমাকে ঘিরে তাদের সুপ্ত ভালোলাগা ছিলো। কন্যা’ গান হিট হবার পর গানে আমার পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে অনেকেই গানটি প্রকাশের পর নিজ থেকে আগ্রহ নিয়ে এগিয়ে এসে কথা বলেছেন, গানে আমার অন্যরকম উপস্থাপন নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখারও আগ্রহ প্রকাশ করেছেন। যখন যেখানে গিয়েছি কন্যার জয়ধ্বনি শুনেছি। এমনটা কিন্তু এর আগে হয়নি আমার সিনেমা জীবনে। তাই এই যে ভালোবাসা এই যে প্রাপ্তি আমি ভীষণ উপভোগ করছি, এই ভালোবাসা বুকে ধারণ করেই এগিয়ে যেতে চাই। ঈদে হলে হলে গিয়ে জীন থ্রি দেখার অনুরোধ রইল।’