ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

লম্বা বিরতি দিয়ে আবারও রাজকীয় প্রত্যাবর্তনে সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মাঝে সাড়া জাগাচ্ছে ‘দাগি’। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করেছেন। এদিকে নিজের সিনেমা নিয়ে দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে চাইলেন তারকা অভিনেতা আফরান নিশো। তাই মাস্ক মুখে লুকিয়ে সিনেপ্লেক্সে চলে গেলেন ‘দাগি’ দেখতে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হাউজফুল ছবি দেখার ফাঁকে মাস্ক খুলতেই ক্যামেরায় ধরা পড়লেন তিনি। পরে সাংবাদিকদের কাছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ নিয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস।

নিশো বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং ভালোবাসা ‘দাগি’ টিমের ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।’ ‘থিয়েটার থেকে বের হয়ে দর্শক যে তৃপ্তি নিয়ে উল্লাস প্রকাশ করছে, এটাই আমাদের অর্জন। তাই লুকিয়ে সিনেমাটি বড় পর্দায় আমি দেখতে গিয়েছিলাম। কারণ কাছ থেকে দর্শক প্রতিক্রিয়া অনুভব করার সুযোগটি আমি হাত ছাড়া করতে চাইনি’, যোগ করেন নিশো। ছোট পর্দা থেকে ওটিটিতে দুই বাংলায় সাড়া জাগানো এ অভিনেতা আরও বলেন, ‘সিনেমা হলে গিয়ে যখন প্রতি সংলাপে সংলাপে দর্শকদের অনুভূতি দেখেছি, তখনই মনে হয়েছে এবারের ঈদ ভালো কাটবে। এছাড়া বড় পর্দায় ‘দাগি’ দেখিনি আমি। তাই নিজেকেও দেখতে গিয়েছিলাম, ‘দাগিতে বড় পর্দায় আমাকে কেমন লাগছে।

সবকিছু মিলিয়ে- আলহামদুলিল্লাহ!’ প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পেয়েছে নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ছবিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এছাড়া আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, মনিরা আক্তার মিঠু, মেহের আশা, বাসার বাপ্পি, প্রীতি আলভী ও লুৎফর রহমান শিমন্তসহ আরও অনেকে। এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টি ঢাকাই ছবির মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ এগিয়ে আছে হল দখলের লড়াইয়ে।

এছাড়া সিয়ামণ্ডবুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত