ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বিজ্ঞাপনে মিম

নতুন বিজ্ঞাপনে মিম

নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম। বিভিন্ন চ্যানেলে প্রচারের অপেক্ষায় রয়েছে তার অনন্যা স্যানিটারি ন্যাপকিনের নতুন বিজ্ঞাপনটি। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরির জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আসার পর নারীদের আস্থায় পরিণত হয়েছে। এছাড়া পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেয়ার মনোভাব গড়ে তুলতে দেশব্যাপী নানান কর্মসূচি অব্যাহত রেখেছে ব্র্যান্ডটি। আর এর ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিমের এই নতুন বিজ্ঞাপন শিগগিরই সম্প্রচারিত হতে যাচ্ছে। টিভিসিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের এডিএল ও এয়ারলেইড পেপারের ডাবল লেয়ার প্রোটেকশনের মাধ্যমে বেশি কমফোর্টের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই টিভিসি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্পটিফাই এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও দেখা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত