ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মস্কো উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

মস্কো উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

টানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে দুটি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’। বিশ্বের অন্যতম এই উৎসবে নিজেদের সিনেমা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত দুই নির্মাতা নূরুজ্জামান ও শিবলু। আনন্দ প্রকাশ করে নুরুজ্জামান বলেন, ‘মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। এমনিতেই পেটে কথা চেপে রাখা খুব কষ্টের। তার ওপর যদি কোনো খুশির খবর ৯৮ দিন ধরে চেপে রাখতে হয়, তবে তো কথাই নেই! সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে এখন।’ উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদীবন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত