বাংলাদেশের এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল বিগত বেশ কয়েক বছর যাবতই প্লে-ব্যাকে (সিনেমার গান) একক আধিপত্যই বিস্তার করে আসছেন। একটা সময় ছিল যখন সিনেমার গান মানেই প্লে-ব্যাক সম্রাট অ্যান্ডু কিশোরের কণ্ঠে গান থাকতেই হবে। তা না হলে যেন প্রযোজক পরিচালক ভরসা পেতেন না। ঠিক তেমনটাই হচ্ছে ইমরানের ক্ষেত্রে। নতুন সিনেমা মানেই ইমরানের গান। গত ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে তিনটি সিনেমায় ইমরানের গান রয়েছে। তবে গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গানটি প্রকাশ পেয়েছিল ১৭ মার্চ। প্রকাশের প্রথম দিন থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আনাচে কানাচে শহরে বন্দরে গ্রামে গঞ্জে এই গান যেন সবার কাছেই ভীষণ জনপ্রিয়তা লাব করেছে। অর্থাৎ ‘কন্যা’ গান শোনেননি এমন কোনো শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। রিলস-এ, টিকটকেও এই গান লক্ষলক্ষ বার আপলোড করেছেন শ্রোতা দর্শকেরা। রবিউল ইসলাম জীবনের লেখা ইমরান মাহমুদুলের সুর সঙ্গীতে ‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন কণা ও ইমরান। সবাই এক বাক্যে স্বীকারও করে নিয়েছেন যে এবারের ঈদের সেরা গান ‘কন্যা’। কারণ এই গানের মতো আর কোনো গান এতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। এবারের ঈদে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’-এও ইমরানের গান আছে। গানের শিরোনাম ‘মায়াবী’। গানটি লিখেছেন রিতাম সেন। কম্পোজিসন করেছেন রাথিজিৎ ভট্টাচার্য্য। গেয়েছেন ইমরান ও কোনাল। ৩১ মার্চ ইউটিউবে প্রকাশিত গানটি এখন পর্যন্ত ২৮ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমার গান এটি, তাই আশা করা যাচ্ছে এই গানের শ্রোতাপ্রিয়তা আরো বহু বাড়বে। এবারের ঈদের আরো এক আলোচিত সিনেমা ‘জংলিতে ইমরান ও কনা গেয়েছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘বন্ধুগো শোনো’ গানটি। এই গানটি শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে। ২১ মার্চ প্রকাশিত এই গানটি ১৮ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তবে ‘মায়াবী’ ও ‘বন্ধুগো শোনো’র চেয়ে ভিউয়ার্সেও দিক দিয়ে অনেক বেশি এগিয়ে ‘কন্যা’। জাজ মাল্টিমিডিয়া, ইমরান ও চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গান এরই মধ্যে ১ কোটি পেরিয়েছে। সেই হিসেবে ‘কন্যা’ গান এবারের ঈদে সবার আগে কোটি পার হওয়া গান।
যেহেতু এবারের ঈদের সেরা গান ‘কন্যা’ তাই এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহও প্রবল। ‘কন্যা’ যে শুধু এবারের ঈদেরই উদযাপনের গান এমনটি নয় এই গান আগামী দিনের যে কোনো বাংলাদেশি উৎসবের গানে পরিণত হয়েছে। নিজের তিন গানের সাফল্যে ইমরান মাহমুদুল বলেন, ‘এবারের ঈদ আমার সঙ্গীত জীবনের অন্যতম সেরা ঈদ। একজন প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিন গানের জন্য সাড়া পেয়ে ভীষণ ভালোলাগছে। তিনটি গানেই ভার্সেটাইল ব্যাপার আছে। মায়াবী গানে অদ্ভূত এক মায়া কাজ করে। প্রশংসা, ভিউয়ের দিক দিয়ে কন্যা এগিয়ে আছে।