এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে এবারের ঈদে বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয়ে দেখা গেছে। তারমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তীতে ইউটিউবে প্রকাশিত হওয়া নাটকগুলোতে তানিয়া বৃষ্টির অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। বিশেষত সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এস আর মজুমদারের ‘আজব গোল্লা’, তাইফুর জাহান আশিকের ‘গরীব জামাই’, ও মোহাসীন আকাশের ‘মাইরের উপর ঔষুধ নাই’ নাটকে তানিয়া বৃষ্টি চরিত্রানুযায়ী নিখুঁত অভিনয় করেছেন। এছাড়াও এখন পর্যন্ত ইউটিউবে প্রকাশিত জাকিউল ইসলাম রিপনের ‘টাইটানিকে ঈদ যাত্রা’, ‘চোরের ঘরে চুন্নি’, শহিদ উন নবী’র ‘ভুল করে মিসটেক’ ও মাসুদ রানা অনিকের ‘ভাড়াটে স্বামী’ নাটকেও চমৎকার অভিনয় করেছেন বৃষ্টি। তবে মোশাররফ করিমের বিপরীতে অভিনীত নাটকগুলোতে তানিয়ার অভিনয় ছিলো দুর্দান্ত। অবশ্য তানিয়া বৃষ্টি যখন থেকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে আসছেন তখন থেকেই তানিয়া বৃষ্টি বলে আসছিলেন যে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গেই অভিনয় করতে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে নির্মাতারাও চেষ্টা করেন এই জুটিকে নিয়ে নাটক নির্মাণ করতে। কারণ দর্শকের এই জুটির প্রতি প্রবল আগ্রহ রয়েছে। তাই ঈদে দর্শকের কথা বিবেচনা করেই এস আর মজুমদার, তাইফুর জাহান আশিক, মোহাসীন আকাশ তিনটি নাটক নির্মাণ করেছেন। এছাড়াও গুণী নির্মাতা সৈয়দ শাকিলও মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘টোনাটুনির সংসার’ শিরোনামের আরেকটি নাটক নির্মাণ করেছেন। এই নাটকটি চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হয়েছে, তবে আগামী ১৫ এপ্রিল নাটকটি ইউটিউবে প্রকাশ পাবে। এরই মধ্যে তানিয়া বৃষ্টি শাকিব খান অভিনীত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটিও উপভোগ করেছেন। বরবাদ’ দেখে মুগ্ধ তানিয়া বৃষ্টি।
ঈদে নিজের প্রচারিত নাটকগুলো প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এবারের ঈদে মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশ কটি নাটকই প্রচারে এসেছে। প্রত্যেকটি নাটকেরই গল্প আলাদা, প্রত্যেকটি নাটকেই আমার চরিত্রে অন্যরকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে একটা প্রস্ততি নিয়েই কাজ করতে হয়। কারণ তিনি ভীষণ গুণী অভিনেতা, তার সঙ্গে যতোবারই কাজ করি ততোবারই নতুন কিছু শিখি। তিনি আসলে অভিনয়ের বিদ্যাপীঠ বলেই আমি মনেকরি। তবে এটাও সত্যি মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় যতোটা না আমি উপভোগ করি তার কাছে গল্প শুনতে আরো বেশি ভালোলাগে। কারণ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যে সে সম্পর্কে তার জ্ঞান নেই। ঈদে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অপরিসীম ভালোবাসা।’