এবারের ঈদে বিভিন্ন অনুষ্ঠানের পূর্বে গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপন অনেক দর্শকের মন কেড়েছে। গ্রামীন ফোনের ‘বাবা ট্রেন আনতে গেছে’ শিরোনামের এই বিজ্ঞাপনে দীর্ঘদিন পর মডেল হিসেবে কাজ করেও বেশ সাড়া ফেলেছেন লাক্স তারকা খ্যাত গুণী অভিনেত্রী শারমীন জোহা শশী। যাকে অনেকেই ‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি হিসেবেই চিনেন জানেন। বিজ্ঞাপনটিতে শশীর স্বামীর বিপরীতে মডেল
হিসেবে আছেন ইউসুফ
রাসেল ও শশী-রাসেল দম্পতির মেয়ের ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী আনিসা নূর আয়াত। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর আহসান। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে বেশ সাড়া পাচ্ছেন শশী। শশী বলেন, ‘দীর্ঘদিন পর তাও আবার গ্রামীন ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে
কাজ করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।