দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি, ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে হয় বসেছিল এই তারকা দম্পতির বিয়ের আসর। সম্প্রতি স্বামীর সঙ্গে গত বছরের নভেম্বরের কাটানো এক স্মৃতি প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। গত বছর এই মেহজাবীন তার অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে মিসরে যান কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যেখানে তার সঙ্গে ছিলেন সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীব। মিসরের পিরামিড ছিল মেহজাবীন চৌধুরীর অন্যতম পছন্দের জায়গা। সেই জায়গাতেই গত বছর এই অভিনেত্রীর কাছে ধরা দেয় স্মরণীয় দিন হিসেবে। কারণ স্বপ্নের এই পিরামিডের পাশেই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। সেদিন প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব ডায়মন্ডের রিং পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মেহজাবীনকে। মিসরের সেই ছবিই সম্প্রতি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি লিখেছেন, অবিস্মরণীয় এবং সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি স্মরণ করছি আজ। আমি তখন মিশরে, আমার অসাধারণ ‘প্রিয় মালতী’ টিমের সঙ্গে, আমাদের সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য। পরিকল্পনা ছিল একেবারে সাধারণ একটি ফটোশুট করার ঐতিহাসিক পিরামিডের সামনে, যেটা আমি বহুদিন ধরে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কে জানত, জীবন আরও বিশাল কিছু জন্য অপেক্ষা করছিল! পরের ঘটনা স্মরণ করে মেহজাবীন লেখেন, যখন আমরা দাঁড়িয়ে ছিলাম সেই চিরচেনা পিরামিডের পেছনে, তখনই সেই ‘সাধারণ’ ফটোশুট রূপ নিল এক অতুলনীয় মুহূর্তে। আদনান হঠাৎ হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করল।
মেহজাবীনের ভাষায়, সেই মুহূর্তে নিজেকে সেখানে পাওয়াটাই ছিল অবিশ্বাস্য মিশর, সেই দেশ যা আমাকে ছোটবেলা থেকেই মোহিত করে এসেছে তার সমৃদ্ধ সংস্কৃতি, চিরন্তন ইতিহাস, রহস্যময় মমি আর বিস্ময়কর পিরামিডের জন্য। আমার ইচ্ছার তালিকার একেবারে শীর্ষে ছিল এই জায়গাটি। আর সেখানে এমন বিশেষ কিছু ঘটে যাওয়া...এটা ছিল জাদুকরী, অপ্রত্যাশিত এবং সবদিক থেকে নিখুঁত। সবশেষ অভিনেত্রী উল্লেখ করেন, ২০ নভেম্বর, ২০২৪ একটি দিন যা চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে। সবশেষ চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি।