ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘বরবাদ’ এ মুগ্ধতা ছড়ালেন ইধিকা

‘বরবাদ’ এ মুগ্ধতা ছড়ালেন ইধিকা

২০২৩ সালের ২৯ জুন মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমাতে অভিষেক হয়েছিল ওপার বাংলার দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী ইধিকা পালের। ‘প্রিয়তমা’ মুক্তির মধ্যদিয়েই বেশ সফলতার সাথেই নিজের নামের আগে নায়িকা যুক্ত করতে পেরেছেন।

‘প্রিয়তমা’ বাংলাদেশের সিনেমার বিশেষত শাকিব খানের ক্যারিয়ারের ইউটার্ণ হিসেবে বিবেচিত হয়। আর এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেই প্রথম সিনেমা দিয়েই বিশেষত বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ইধিকা পাল। এক ‘প্রিয়তমা’ই তাকে যে খ্যাতি এনে দিয়েছেন দুই বাংলার দর্শকের কাছে তাতে রাতারাতি সুপারস্টার তারকায় পরিণত হন তিনি। আবার গেলো বছর কলকাতায় দেবের বিপরীতে মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ সিনেমাতে অভিনয় করেও আলোচনার শীর্ষে ছিলেন ইধিকা পাল।

এবার গত ঈদুল ফিতরে মুক্তি পেল বাংলাদেশের ইধিকা পালের দ্বিতীয় সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’।

এই সিনেমাতেও ইধিকা পালের বিপরীতে শাকিব খান। যথারীতি ‘বরবাদ’ সিনেমাটি বাংলাদেশের মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন পর্যন্ত এই সিনেমা দর্শকের উপচেপড়া ভিড়ে রয়েছে আলোচনায়। ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’ এও অভিনয় করে তুমুল আলোচনায় ইধিকা পালও। যে কারণে ইধিকা পাল আছেন এই মুহূর্তে ভীষণ খোশমেজাজে। কলকাতা থেকে মুঠোফোনে কথা বলতে গিয়ে তারমধ্যে ভীষণ উচ্ছ্বাসের আভাস মিলে। ‘বরবাদ’র সাফল্যে ভীষণ আনন্দিত ইধিকা পাল। ‘প্রিয়তমা’ থেকে ‘বরবাদ’র তুমুল সাফল্যে অনেকটাই আবেগাপ্লুত হয়ে ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজ করার অভিজ্ঞতাটা আসলে আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের প্রিয়তমা।

যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এই ভাবনাটা মাথায় ছিল যে, আমাকে খুব ভালো করতে হবে যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরো ভালো করে কাজ করতে হবে যাতে করে আগের পারফরম্যান্স থেকে যেন এক ধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি- এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত