২০২৩ সালে জনপ্রিয় গায়ক, সুরকারসঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের সুরসঙ্গীতে হাবিবের সঙ্গেই ‘থামবে না ভালোবাসা’ গান দিয়ে আলোচনায় আসেন মৌলি মজুমদার। এরপর আরো বেশকিছু আধুনিক গান প্রকাশিত হয়েছে তার কণ্ঠে। তবে নাটকের গানেই মৌলি মজুমদার বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন। তবে এবার মৌলি প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন। সেলিম রেজার পরিচালনায় ‘শূন্যের সংসার’ নাটকে অভিনয় করেছেন মৌলি। নাটকটি রচনা করেছেন সায়েম খান। গত ৭ এপ্রিল রাজধানীর উত্তরাতে দোলনচাপা শুটিং হাউজে মৌলি এই নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। জীবনে প্রথম নাটকেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন গুণী অভিনেত্রী মনিরা মিঠু’ জনপ্রিয় তারকা জুটি নিলয়-বৃষ্টি’সহ আরো বেশ কয়েকজনকে। যে কারণে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন মৌলি মজুমদার। প্রথমবার নাটকে অভিনয় করা প্রসঙ্গে মৌলি বলেন, ‘শুরুতেই বলে রাখছি অভিনয়টা আমি পেশা হিসেবে নিচ্ছি না। শখের বশেই আসলে অভিনয় করেছি। শূন্যের সংসার’ নাটকের প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত এই নাটকে অভিনয় করা। আসলে তাদের অনেক নাটকের গানে আমি কণ্ঠ দিয়েছি। যে কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা যেমন চমৎকার, বোঝাপড়াটাও দারুণ। তো আমাকে যখন চরিত্রটি বলা হলো- তখন মনে হলো যে এতে অভিনয় করা যায়। অভিনয় করতে এসে দেখি যাদের সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়, জানা শোনা তাদের সঙ্গেই নাটকে অভিনয় করতে হবে। বিষয়টা ভালো লাগল। তবে অভিনয় করার পর একটা বিষয় আমার উপলব্ধি হলো যে, ক্যামেরার সামনে অভিনয় করতে হবে, এমনটা ভাবনায় থাকলে অভিনয়ই করা হবে, তাতে ন্যাচারাল বিষয়টা আর থাকবে না। চরিত্রানুযায়ী সাধারণভাবে আমরা যেরকম থাকি, সেরকমভাবে এক্সপ্রেশন দিলেই আমার কাছে মনে হয় চরিত্রটি যথাযথভাবে ফুটে উঠবে। আমিও তাই করেছি।