মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর অ্যাথেন্সে চলমান ৫২তম এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবে (এআইএফভিএফ) ইরানের তিনটি চলচ্চিত্র দেখানো হচ্ছে।
উৎসবে অংশগ্রহণ করা তিন ইরানি চলচ্চিত্র হচ্ছে- হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত অ্যানিমেশন ‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’, হাদি বাবাইফারের বর্ণনামূলক চলচ্চিত্র ‘শিপ’ এবং মরিয়ম তাফাকোরির পরীক্ষামূলক চলচ্চিত্র ‘রাজে দেল’। গত মাসে ৯৭তম একাডেমি পুরস্কারে ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’ সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে ২০২৫ সালের অস্কার জিতেছে। অ্যানিমেশনটিতে একজন প্রাক্তন অধিনায়ককে দেখানো হয়েছে। তিনি ট্রমা-পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। মেয়ের সঙ্গে সমুদ্রের ধারে অবস্থিত একটি সাধারণ বাড়িতে থাকেন। একসঙ্গে তারা একটি বিচ্ছিন্ন জীবনযাপন করেন এবং কঠোর জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তাদের।