আজ থেকে এক যুগ আগে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের সঙ্গে দেশের বাইরে কাতারে একটি স্টেজ শোতে একসঙ্গে গান গাইবার সুযোগ পেয়েছিলেন ২০১২’র ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী অন্যা আক্তার। এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রতিথযশা সঙ্গীতশিল্পীর সঙ্গে দেশে বিদেশে স্টেজ শোতে পারফর্ম করলেও মনির খানের সঙ্গে আর স্টেজ শো করার সুযোগ হয়ে উঠেনি অন্যার। দীর্ঘ এক যুগ পর আবারো মনির খানের সঙ্গে একই মঞ্চে একসঙ্গে গান গাইবার সুযোগ পেলেন অন্যা আক্তার। গত মঙ্গলবার রাজধানীর গাজীপুরের কাশিমপুর কনভেনসন হলে আয়োজিত একটি অনুষ্ঠানের সাংষ্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন মনির খান। শুরুতে মনির খান এককভাবেই সঙ্গীত পরিবেশন করছিলেন। একসময় মনির খানের আহ্বানে মঞ্চে উঠে আসেন অন্যা। মনির খানের সঙ্গে অন্যা ‘যদি বউ সাজোগো’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবেসহ আরো কয়েকটি গহান পরিবেশন করেন। মনির খানের সঙ্গে দ্বৈত গান পরিবেশনা ছাড়াও অন্যা এককভাবে ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘ওরে সাম্পানওয়ালাসহ আরো কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।
অন্যদিকে মনির খান জানান, তিনি তার গাওয়া সিনেমার জনপ্রিয় গান ‘প্রেমের তাজমহলসহ আরো অন্যান্য সিনেমার গানসহ নিজের বিভিন্ন অ্যালবামের আধুনিক গানও পরিবেশন করেন। বাংলাদেশের শহরে, গ্রামে গঞ্জে এখনো মনির খানের অনেক ভক্ত রয়েছেন যারা কেবল তার গানই মঞ্চে শুনতে প্রবল আগ্রহ প্রকাশ করে থাকেন। মনির খান বলেন, ‘বাংলাদেশের সব শ্রোতা দর্শকের প্রতি পরম আন্তরিক কৃতজ্ঞতা। কারণ তাদের কারণেই কিন্তু আমি আজকের মনির খান। সেই আমার প্রথম অ্যালবাম থেকে এখন পর্যন্ত যতো গান প্রকাশিত হয়েছে, বাংলাদেশের শ্রোতা দর্শকের ভালোবাসায়, প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি বারবার। যখন যেখানে স্টেজ শোতে গান করতে গিয়েছি সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যিই আমি মুগ্ধ। আমি গর্ব করে বলতে পারি যে এই জনমে একজন শিল্পী হয়েছিলাম বলেই মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। সর্বশেষ গাজীপুরে স্টেজ শোতেও সেই ভালোবাসারই দৃষ্টান্ত পেলাম। ধন্যবাদ আন্যাকে আমার এবারের শোতে সহশিল্পী হবার জন্য। অন্যার কণ্ঠটা বেশ মিষ্টি। নিয়মিত চর্চায় থাকলে আগামীতে আরো ভালো করবে।’
অন্যা বলেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মনির ভাই। চ্যানেল আই সেরাকণ্ঠে অংশগ্রহণ করার পরের বছরই আমি মনির ভাইয়ের সঙ্গে কাতারে একইমঞ্চে গান গাইবার সুযোগ পেয়েছিলাম। তিনি যেমন ভালো মনের একজন ভীষণ বিনয়ী একজন মানুষ, সেই সঙ্গে শিল্পী হিসেবে কতোটা ভালো যে তার বিচার করার যোগ্যতা বা দৃষ্টতা আমার নেই। তারসঙ্গে গাইতে পারাটা সৌভাগ্যের। তিনি আমাকে নিয়ে মৌলিক দ্বৈ গান করবেন, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন। যদি তাই হয়, কৃতজ্ঞ থাকবো।’