দেশের ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘চিরকুট’। দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে সঙ্গীতাঙ্গনে বিচরণ করছে ব্যান্ডটি। তবে বেশ কয়েকবছর ধরে কোনো অ্যালবাম করতে দেখা যায়নি। এবার এ ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি জানিয়েছেন, ৮ বছর পর চতুর্থ অ্যালবাম নিয়ে ফিরছেন শ্রোতাদের মাঝে। তিনি যোগ করেন, ‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সব প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের- এ অ্যালবাম। নতুন অ্যালবামে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন, ‘মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোন ত্রুটি আমরা রাখিনি।