ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

এবার আন্তর্জাতিক অঙ্গনে ‘বরবাদ’

এবার আন্তর্জাতিক অঙ্গনে ‘বরবাদ’

দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’-এর। এদিকে বরবাদ হতে মুখিয়ে আছেন প্রবাসী বাংলা ভাষাভাষীরাও। এবার তাদের অপেক্ষার অবসান ঘটছে। কেননা দেশের বাইরে যাচ্ছে ‘বরবাদ’। প্রাথমিক অবস্থায় কোনো দেশগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি ঢাকা মেইলকে জানালেন প্রযোজক শেহরিন আক্তার সুমি। তিনি বলেন, ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। অন্য দেশগুলোতে মুক্তির তারিখ সময়মতো জানাব আমরা। প্রাথমিক পর্যায়ে কোন দেশগুলোতে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’ জানতে চাইলে এ প্রযোজক বলেন, ‘১২-১৫ দেশে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। এরমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে।’ তিনি বলেন, এছাড়া আরও বেশকিছু দেশে মুক্তির কথা চলছে। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা। আশা করি সেসব দেশেও পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। এদিকে ইন্ডাস্ট্রি হিটের পথে ‘বরবাদ’। প্রথম সপ্তাহে আয়ের ঘরে তুলে নিয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত