পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খানকে নিয়ে নতুন গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টেকে ঘিরে সরগরম নেটপাড়া। বলিউড সিনেমায় অভিষেক হচ্ছে এমন ইঙ্গিত দিলেন অভিনেত্রী। এর আগে অনেক পাকিস্তানি অভিনয় শিল্পী বলিউডে কাজ করলেও তাকে কখনও দেখা যায়নি। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন আয়েজা খান। তবে কবে, কোন সিনেমায় দেখা যাবে। তা নিশ্চিত করে কিছু বলেননি অভিনেত্রী। পর্দায় আয়েজা খান নামে পরিচিত পেলেও তার আসল নাম কানজা খান। ২০০৯ সালে মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন।
প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে ‘ছুপকে ছুপকে’, ‘চৌধুরী অ্যান্ড সন্সসহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় তাকে খ্যাতির চুড়ায় পৌঁছে দেয়। এছাড়াও উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে আছে, ‘মেইন’, ‘জান-এ-জাহান’। পাকিস্তানের অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভনেত্রী আয়েজা। ছোট পর্দায় অভিনয়ের স্বীকৃতি স্বরপ পাকিস্তান আন্তর্জাতিক স্ক্রিন পুরস্কার অর্জন করেন। এছাড়াও বেশ কিছু জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বলে রাখা ভালো, চলতি বছরে মুক্তিপ্রতিক্ষিত ‘হুমরাজ’ সিনেমায় ফিরোজ খানের বিপরীতে দেখা যাবে আয়েজাকে।