দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রকাশ পাবার পর আলোচনায় চলে এসেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। গেলো ঈদ উপলেক্ষ ‘রঙ্গন মিউজিক’-এ ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন গান ‘এই জামানার মেয়ে’ গানটি। গানটি লিখেছেন মো. জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন কিশোর দাস। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ‘এই জামানার মেয়ে’র ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল অলংকার চৌধুরী। গানটি প্রকাশের পর থেকেই ডলি সায়ন্তনী যেমন গানের জন্য সাড়া পাচ্ছেন। ঠিক তেমনি গানটিতে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন অলংকার চৌধুরী।
ডলি সায়ন্তনী বলেন, ‘জামাল ভাই একদম সময়োপযোগী একটি গান লিখেছেন। কিশোরও চমৎকার সুর সঙ্গীত করেছে। আমার কাছে মনে হয়েছে যে গানটি আমার জন্যই লেখা হয়েছিলো এবং সুর করা হয়েছিল। যে কারণে গানটি গেয়েও আমার ভীষণ ভালোলেগেছে। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এতে অলংকার এই জামানার মেয়ের ভূমিকায় নিজেকে বেশ মানিয়ে নিয়ে অভিনয় করেছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার সুর এবং সবমিলিয়ে বেশ সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে। যে কারণে দর্শকের কাছেও ভালোলাগছে গান এবং মিউজিক ভিডিও। আশা করছি এই গানের দর্শকপ্রিয়তা আরো অনেক বাড়বে। ধন্যবাদ জামাল ভাইসহ রঙ্গন মিউজিকের সবাইকে এতো চমৎকার একটি গান করার জন্য। দর্শকের প্রতি, শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবসময়ই আমাকে অনুপ্রেরণা দেবার জন্য।’
অলংকার চৌধুরী বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় ডলি সায়ন্তনী আপুর গানের মডেল হতে পেরেছি। সৈকত ভাই যখন আমাকে গানটি শোনান প্রথম শুনেই আমি মুগ্ধ হয়ে যাই। এরপর এই গানের মিউজিক ভিডিও কেমন হবে, কী করতে হবে তা নিয়ে আলাপ করি। আমিও আমার নিজেকে প্রস্তুত করি। কারণ এই জামানার মেয়ে হিসেবে আমাকে মিউজিক ভিডিওতে উপস্থাপন করতে হলে আমাকে ঠিকঠাক মতো আধুনিক গেটআপই নিতে হবে। গানটি দেখলেই বুঝতে সহজ হবে যে আমাকে কতোবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। সবমিলিয়ে আমি নিজেকে পারফেক্টলি এই জামানার মেয়ে হিসেবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পাচ্ছি। ধন্যবাদ ডলি সায়ন্তনী আপাকে চমৎকার একটি গান আমাদের উপহার দেবার জন্য এবং জামাল হোসেন ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা এমন একটি গান লেখার জন্য ও পৃষ্ঠপোষকতা করার জন্য।’