ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আলোচনায় তটিনীর তিন নাটক

দাগ কেটেছে দর্শক মনে
আলোচনায় তটিনীর তিন নাটক

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে রয়েছে নাটক। ঈদ উপলক্ষে যে নাটকগুলো প্রকাশ করা হয়েছে, ঈদের দুই সপ্তাহ পরও সেগুলো উপভোগ করছেন দর্শক। ঈদের নাটক গুলোর মধ্যে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা পাঁচ নাটকের মধ্যে তিনটি হচ্ছে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। রোমান্টিক ঘরানার গল্পের পাশাপাশি এবার পারিবারিক গল্প নিয়েও হাজির হয়েছেন তিনি। যা দাগ কেটেছে দর্শক মনে। ট্রেন্ডিংয়ে থাকা তটিনী অভিনীত তিন নাটকগুলো হচ্ছে- মহিদুল মহিমের পরিচালনায় ‘হৃদয়ের এক কোণে’। এটি সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ৪ এপ্রিল। এতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন তটিনী। পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প’। ৩১ মার্চ এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখানেও জোভানের সঙ্গেই জুটি গড়েছেন এ অভিনেত্রী। পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। অন্যটি হচ্ছে ‘মন দিওয়ানা’। ঈদের একদিন পর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া রোমান্টিক গল্পের এ নাটকটিও বেশ সাড়া ফেলেছেন। হাসিব হোসেইন রাখি পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুব ও তটিনী রসায়ন মুগ্ধ করেছেন দর্শকদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত