ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মিথিলার ‘ভালো আমি বাসলাম যারে’

মিথিলার ‘ভালো আমি বাসলাম যারে’

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে প্রেম বিরহের গান ‘ভালো আমি বাসলাম যারে’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এনামুল হক পলাশ। সুর করেছেন কেডি বিজন। অনেকদিন পর নিজের নতুন মৌলিক গান প্রকাশ পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত মিথিলা। মিথিলা বলেন, ‘অনেকদিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ হওয়ায় ভীষণ ভালোলাগছে। কারণ একজন শিল্পীর নিজের পরিচয় মৌলিক গান দিয়েই। তাই যতো বেশি মৌলিক গান প্রকাশ করা উচিত। আবার মৌলিক গান হিট হওয়ায়ও বা শ্রোতা দর্শকের ভালোলাগার বিষয়টাও শিল্পীর জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমার নতুন এই গানটি অর্থাৎ ভালো আমি বাসলাম যারে একটি প্রেম বিরহের গান। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে বিভিন্ন স্টেজ শোতে গানটি গেয়েছিও আমি। দেখলাম যে শ্রোতা দর্শকেরাও গানটি পছন্দ করছেন। এখানেই নিজের মৌলিক গান প্রকাশের স্বার্থকতা। আমাদের কণা আপাসহ আরো বেশ কয়েকজন শিল্পী আছেন যারা স্টেজ শোতে নিজের গানই গেয়ে থাকেন। আমারও স্বপ্ন একদিন যেন আমি আমার গান দিয়েই স্টেজ শো শেষ করতে পারি। ধন্যবাদ আমাকে সুন্দর এই গানটি দেবার জন্য গীতিকার পলাশ ভাই ও সুরকার বিজন ভাইকে।’ এরই মধ্যে মিথিলা বাংলাভিশনের ‘দিনপ্রতিদিন’ (যা গতকাল সকালে প্রচারিত হয়েছে) এবং এসএসটিভির ‘স্টারটক’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

স্টারটক’ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পেয়েছেন তিনি এই সময়ের অন্যতম জনপ্রিয় ও নন্দিত উপস্থাপিকা শান্তা জাহানকে। যে কারণে ‘স্টারটক’ অনুষ্ঠানের পুরো আড্ডাটা ভীষণ উপভোগ করেছেন তানজিন মিথিলা। এরই মধ্যে ‘বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ থেকে সম্মাননা সূচক অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন মিথিলা। যে কারণে বেশ উচ্ছ্বসিত তিনি। নেত্রকোনার মো. আবু তাহের ও তাহমিনা ইয়াসমিন দম্পতির ছোট সন্তান তানজিনা মিথিলা। ছোটবেলায় গানে তার হাতেখড়ি অনিতা দেবী’র কাছে। এরপর তিনি গান শিখেছেন নেত্রকোনা শহরের ‘শতদল সংস্কৃতি একাডেমি’র রতন সরকারের কাছে। এরপর তিনি নেত্রকোনার বাংলা’র সুজন তোপদারের (ন্যানসি যার কাছে গান শিখতেন) কাছেও সঙ্গীতে তালিম নিয়েছেন। মিথিলা তার নানাকে ছোটবেলাতেই হারিয়েছেন। নানা তাকে আদর করে মিশু বলে ডাকতেন। মিথিলার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি। মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এই গানও তার নিজেরই লেখা ও সুরে। মিথিলা জানান বেশকিছু নাটকেও তার গান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত