ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফোক গানেও অনবদ্য কনা

ফোক গানেও অনবদ্য কনা

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয়, শীর্ষ ও ব্যস্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা সাধারণত স্টেজ শো’তে নিজের মৌলিক গানই গেয়ে থাকেন। তবে এর পাশাপাশি তিনি দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। সেই ক্ষেত্রে কনা স্টেজ শোতে মরমী কবি হাছন রাজা অথবা বাউল সম্রাট শাহ আব্দুল করিমেরই গান দর্শক শ্রোতাকে গেয়ে শোনান। স্টেজ শো’তে কনা হাছন রাজার ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইলো’ গানটিও গেয়ে থাকেন প্রায়ই। এই গানটিই এবার ‘আরটিভি ফোক স্টেশন সিজন সিক্স’র আয়োজনে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জিকো ঘোষ। নির্দেশনা দিয়েছেন নূর হোসাইন হীরা। এই গান প্রকাশের পরপরই কনার কণ্ঠে আরো একটি ফোক গান প্রকাশিত হয়েছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিস না’ শিরোনামের এই গানটি আব্দুল করিমের লেখা ও সুর করা। সঙ্গীতায়োজন করেছেন আদিব কবির। এই প্রজেক্টের প্রধান হিসেবে আছেন জুয়েল মোরশেদ। এই গানটি কনার কণ্ঠে প্রকাশিত হয়েছে গত পহেলা বৈশাখের দিন। এই গানটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এদিকে গত ১৫ এপ্রিল ছিল কনার জন্মদিন। জন্মদিনের প্রথম মুহূর্তটিই সারপ্রাইজে আর আনন্দে রাঙ্গিয়ে তোলেন তার বান্ধবীরা। বাসায় ফিরে বান্ধবীদের কাছ থেকে সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হন কনা। আবার দীর্ঘদিন পর প্রিয় বান্ধবী কানাডা থেকে আসার কারণে তারসঙ্গেও এবারের জন্মদিন বেশ উচ্ছ্বাসের মধ্যদিয়েই উদযাপন করেন কনা। এদিকে গত ১৮ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটি শোতে সঙ্গীত পরিবেশন করেন কনা। আগামী ২৪ এপ্রিল কনা কক্সবাজারে স্টেজ শোতে গান গাইবেন। ২৬ এপ্রিল ঢাকাতে স্টেজ শোতে গাইবেন তিনি। এরপর ২৯ এপ্রিল সৌদী আরবের উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে একটি শোতে সঙ্গীত পরিবেশন শেষে আগামী ২ মে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান। দুটি ফোক গান ও জন্মদিনের ব্যস্ততা প্রসঙ্গে কনা বলেন, ‘আমার যারা মিউজিসিয়ান তারা শ্রদ্ধেয় মরমী কবি হাছন রাজার বাউলা কে বাইলো গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করে নিয়েছেন। যে কারণে আমি যে কোনো শোতে ফোক গানের প্রসঙ্গে আসলে এই গানটি পরিবেশন করে থাকি। এই গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করার পর আমার কাছে ভালোলেগে যায়। যে কারণে গানটি আরটিভির জন্য গাইলাম।

আর সখি তোরা প্রেম করিস না গানটি অনেক আগেই করা ছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালোলাগছে। আর এবারের জন্মদিনটা আব্বু আম্মুকে বেশি সময় দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের জন্য জীবনের এই সফলতার মুখ দেখছি তাদের একটু বেশি বেশি সময় দেবার চেষ্টা করি। আর এবারের জন্মদিন একটি বেশিই বিশেষ হবার কারণ আমার বান্ধবী মুছতাইজার জন্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত