ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঈদের সিনেমার গানে শীর্ষে ইমরান

ঈদের সিনেমার গানে শীর্ষে ইমরান

গত ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে বেশ কিছু ছবিই হাউজফুল যাচ্ছে। ছবিগুলো আলোচনায় আসতে গান প্রকাশ করা হয় আগেই। এবারো ঈদের আগে তেমনটিই হয়েছে। আর এবারের ঈদে গেয়ে এবং গাইয়ে সব থেকে সফলতা তুলে নিয়েছেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার ও কনার কণ্ঠে গাওয়া ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানটি সিনেমা মুক্তির আগেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। গানটির সুরকার ও সংগীত পরিচালক ও ইমরান।

অন্যদিকে, শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ মুক্তির পর পরই ইমরান ও কোনালের কণ্ঠে ‘মায়াবি’ গানটিও বেশ প্রশংসিত হয়। এর বাইরে ঈদের ‘জংলি’ ছবির সবক’টি গানেরই সংগীতায়োজন করেছেন ইমরান। প্রিন্স মাহমুদের সুরে ও ইমরানের সংগীতে এ ছবিতে গেয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান, কনা, আনিশা প্রমুখ। অন্যদিকে, এ ছবিতে ইমরান ও কনার গাওয়া ‘ও বন্ধু গো’ গানটিও আলোচিত হয়েছে। সবমিলিয়ে ঈদের অনেক গানের মধ্যে ইমরানের করা গানগুলো প্রশংসা ও আলোচনায় শীর্ষে রয়েছে। এ বিষয়ে এ সংগীত তারকা বলেন, এটা খুবই ভালো লাগার ব্যাপার। যে কোনো সিনেমার ক্ষেত্রে গান বড় ভূমিকা রাখে। এবারের ঈদের তিনটি ছবিতে আমার গাওয়া ও সুর-সংগীতের গান শ্রোতাণ্ডদর্শক এত পছন্দ করেছেন, শিল্পী হিসেবে খুব বড় পাওয়া এটা আমার। এই ধারাটা অব্যাহত রাখতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত