ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘এই শহরে মেঘেরা একা’য় পার্থ-বৃষ্টি

‘এই শহরে মেঘেরা একা’য় পার্থ-বৃষ্টি

এই প্রজন্মের দর্শকপ্রিয় নন্দিত অভিনেতা পার্থ শেখ ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি একসঙ্গে নাটকে কাজ করার আগেই দুইজন কাজ সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত ছিলেন। একটা সময় এসে যখন দুজন একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন তখন নানান কারণেই সিডিউল মিলছিলো না। অবশেষে গত ঈদে তারা একটি কাজ একসঙ্গে করতে পেরেছিলেন। নাটকটি ইউটিউবে প্রকাশিত হবার পর পার্থ ও তানিয়া বৃষ্টি দুইজনেই বেশ ভালো সাড়া পান। যদিও ঈদ উপলক্ষেই দুইজনের আরো কয়েকটা নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু শেষমেষ আর হয়নি। তবে এবার ঈদ শেষে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি আবারো একসঙ্গে নাটকে কাজ শুরু করেছেন। এবার তারা মেহরাব জাহিদের রচনা ও এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা সোহেল রানা ইমনের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকে অভিনয় করেছেন। গত রবি ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাপা শুটিং ও তার আশেপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘বিন্দুভিশন’র প্রযোজনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরিনা রহমান।

পরিচালক সোহেল রানা ইমন জানান, নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর ইউটিউবে প্রচারে আসবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফর্মার। তারসঙ্গে কাজ করার পূর্বে জেনেছি যে ক্যামেরার সামনে অভিনয়ে অনবদ্য তিনি। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। বৃষ্টি সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। আমাদের বেশ কয়েকটি কাজ করা হবে হবে বলেও করা হয়ে উঠছিল না। অবশেষে একটি কাজ ঈদে প্রচারে এলো। ইমন ভাইয়েরটা শেষ করেছি। সামনে আরো দুটি কাজ আছে দুজন ভিন্ন পরিচালকের। এই শহরে মেঘেরা একা’র গল্পটা রোমান্টিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত