বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’এ একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী, গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যালের আয়োজন করে থাকে। বাফলা এমন একটি ফেডারেশন যার সঙ্গে ২৯টি সংগঠন যুক্ত। বাফলার এই আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবে। দুই দিনব্যাপী এই আয়োজন হয়ে থাকে। আগামী ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুই দিনের এই উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। সবার আন্তরিক অংশগ্রহণেই তা সম্ভব হয়ে ওঠে। বাফলার সভাপতি রোশনী আলম ও তার ক্যাবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন এবারের আয়োজনকে আরও সফল করে তুলতে। প্রত্যেক সংগঠনই এই আয়োজনকে সফল করে তুলতে আন্তরিক সহযোগিতারও হাত বাড়িয়ে দিচ্ছে। ‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবছর উদযাপন করে না। সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র্যালি শেষে দেশের গান দিয়ে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। এছাড়াও দিনাত জাহান মুন্নীসহ আরও বেশ কয়েকজন সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষণ চিত্রনায়িকা মৌসুমীই। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুণী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারব আমরা- এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’ মুন্নী বলেন, ‘দীর্ঘদিন ধরে বাফলার আয়োজনে হয়ে আসা এই উৎসবে এর আগেও আমি অংশগ্রহণ করেছিলাম। এবারও আমি অংশগ্রহণ করছি। সত্যিই অনেক অনেক ভালোলাগার বিষয় এই আয়োজনে একজন শিল্পী হিসেবে গানে গানে দেশকে তুলে ধরার সুযোগ পাওয়াটা। ধন্যবাদ বাফলার সভাপতিসহ ক্যাবিনেটের সবাইকে। দেশের বাইরেও আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন বারবার প্রমাণ করে দেশের বাইরেও আমরা একটি পরিবার।’ উল্লেখ্য, এই আয়োজনে আরও গান গাইবেন শফি মণ্ডল, অংকন ইয়াসমিন।