ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জুঁইয়ের ‘ভালোবাসা এমন কেন’

জুঁইয়ের ‘ভালোবাসা এমন কেন’

বাংলাদেশের এই প্রজন্মের ফোক ঘরানার শিল্পীদের মধ্যে বেশ জনপ্রিয় ইসরাত জাহান জুঁই। একটা সময় অন্যের চ্যানেলের জন্য অনেক গান গেয়েছেন। সেসব গান শ্রোতাপ্রিয়তাও এনে দিয়েছে তাকে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে জুঁই নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’র জন্যও অনেক শ্রম দিচ্ছেন। একজন শিল্পীর যখন নিজস্ব একটি চ্যানেল দাঁড়িয়ে যায়, তখন নতুন নতুন গান প্রকাশের দিকেও তার মনোযোগ বেড়ে যায়। আর শ্রোতারাও খুশি থাকেন তার প্রিয়শিল্পীর কণ্ঠে নতুন গান পেয়ে। সেই ধারাবাহিকতায় জুঁইয়ের কণ্ঠে তার নিজেরই চ্যানেলে প্রকাশ পেল নতুন ফোকগান ‘ভালোবাসা এমন কেন’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। জুঁই বলেন, ‘ভালোবাসা এমন কেন’ গানটির কথা ও সুর আমার কাছে খুব ভালোলাগায় গানটি করার জন্য আগ্রহ প্রকাশ করি। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা দর্শকের কাছ থেকে এতো সাড়া পাচ্ছি যাতে সত্যিই মুগ্ধ আমি। আমরা যারা নিয়মিত বিশেষত নিজের চ্যানেলের জন্য গান করি, তাদের অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টটা করি শুধুই শ্রোতা দর্শকের ভালোলাগার জন্য। যখন একটি নতুন গান প্রকাশ পায়, শ্রোতা দর্শকের কাছ থেকে যখন সাড়া পেতে শুরু করি, তখন সত্যিই ভীষণ ভালোলাগে। নতুন কাজ করার সাহস পাই, অনুপ্রাণিত হই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সকল ভক্ত দর্শক শ্রোতাদের প্রতি। শ্রোতা দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমার গাওয়া গান ভালো লাগলে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো তাও জানাবেন। তাহলে নিজেকে আরো ইমপ্রুভ করে নিতে পারব।’ এদিকে এরইমধ্যে পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত বৈশাখি উৎসবে সংগীত পরিবেশন করে মুগ্ধতা ছড়িয়েছেন জুঁই। জুঁইয়ের কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। এরপর তার কণ্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো- ‘মিরপুর এক্সপ্রেস’ ‘শেষ পাখি’ ‘দুষ্টু মেয়ে’ ‘ষোলকলা’ ‘মরার কোকিলে’ ‘ভাগ্যে ছিলি না’ ‘বন্ধু বড় মায়া লাগাইছে’ ‘প্রেমের হাওয়া’ ‘তুমি কারে পাইয়া সুখি’ ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত