ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফারদিনের নতুন গান

ফারদিনের নতুন গান

ফারদিন নামটা সংগীত এবং মিডিয়া ভূবনে বেশ পরিচিত নাম। নানান সময়ে তার জীবনে এসেছে জোয়ার ভাটা। তবে বেশ অনেক বছর ধরেই নানান ষড়যন্ত্রে তার ক্যারিয়ারে যেন লেগেছিল ভাটার টান। তবে সে সব পেছনে ফেলে তার ক্যারিয়ারে আবার এসেছে জোয়াড়। পাকিস্তান হাইকমিশন ঢাকা কালচারাল উইং থেকে মিউজিক ভিডিও করার পারমিশন লেটার পেয়েই ফারদিন সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান নিয়ে একটি গান করেছেন। সেই গানের শিরোনাম সোনার বাংলাদেশ ওর পেয়ারা পাকিস্তান। যেটি করা হয়েছে তার নিজস্ব মিউজিকাল বেন্ড ফারদিন অ্যান্ড ফ্রেন্ডস থেকে। গানটি লিখেছেন ফারদিন নিজেই। সুর করেছেন জিতু চক্রবতী জিতু। আগামী মে মাসের দুই তারিখ গানটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ন্যাশনাল টিভি পিটিভি, হাম টিভি, পাকিস্তান কালচারাল মিনিস্ট্রিতে অন এয়ার হবে। মিউজিক ভিডিওর কাজও চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত