ঢাকা ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অভিনয়ে ২৫ পেরিয়ে ফারজানা ছবি

অভিনয়ে ২৫ পেরিয়ে ফারজানা ছবি

অভিনয় জীবনের রজত জয়ন্তী পার করে এখনও টিভি নাটকে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে নান্দনিকভাবে নিজেকে উপস্থাপন করে যাচ্ছেন টিভি নাটকের প্রিয় মুখ ফারজানা ছবি। আজ থেকে ২৫ বছরেরও বেশি সময় আগে আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘চিঠি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ফারজানা ছবির যাত্রা শুরও হয়েছিল। এরপর থেকে এ সময় পর্যন্ত অভিনয় জীবন এবং ব্যক্তিজীবনে নানা সাফল্যগাথা সময় পেরিয়ে ছবি নিজেকে নিজের অধ্যবসায়, একাগ্রতা, একনিষ্ঠতা দিয়ে অভিনয়ে নিজেকে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করেছেন। বহু টিভি নাটকে যেমন অভিনয় করেছেন, করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয়। কিন্তু এখনও কোনো নাটকে অভিনয় করেই ছবি নিজে সন্তুষ্ট বা তৃপ্ত নন। প্রচার হওয়ার পর যখনই অভিনীত নাটকগুলো তার আবার দেখার সুযোগ হয়, তখনই নানা খুঁত চোখে পড়ে। তাই অভিনয়ে নিজেকে আরও পরিপক্বভাবে গড়ে তোলার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী তিনি। একজন শিল্পীর অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা, চেষ্টার পাশাপাশি মাঝে মাঝে ভাগ্যটাও যোগসূত্র হিসেবে কাজ করে। যদি তাই না হতো তাহলে তার অনেক স্বপ্নের চলচ্চিত্র (স্বল্পদৈর্ঘ্য) মান্নান হীরা পরিচালিত ‘জনকের মুখ’ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঠিকই প্রদর্শন করা হতো। কিন্তু তার আগেই মান্নান হীরা পরপারে চলে গেলেন। থমকে যায় ‘জনকের মুখ’ ছবির মুক্তি। এটা কবে নাগাদ মুক্তি পাবে তা জানা নেই ছবির। অথচ এই চলচ্চিত্রটি মুক্তি পেলে ছবিকে দর্শক একেবারেই অন্যরকমভাবে দেখতে পেতেন। তাই চলচ্চিত্রটি মুক্তি না পাওয়া পর্যন্ত ছবির আফসোস থেকেই যাবে। এদিকে আজ ফারজানা ছবির জন্মদিন। আশির দশকের শুরুতে চট্টগ্রামে জন্ম নেওয়া নোয়াখালীর মেয়ে ফারজানা ছবি রাজধানীর কমার্স কলেজের সহকারী অধ্যাপক তন্ময় সরকারকে ২০১৩ সালের ১৭ এপ্রিল বিয়ে করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'WHERE news_id=75885' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '75885' for key 'news_id'