ঢাকা ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সামরিক আদালতে সু চি’র আরও ৭ বছরের কারাদণ্ড

সামরিক আদালতে সু চি’র আরও ৭ বছরের কারাদণ্ড

মিয়ানমারের একটি সামরিক আদালত অং সান সু চি’কে আরও ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে জান্তার আদালতে তার মোট সাজা হলো ৩৩ বছর। গতকাল তাকে পাঁচ অভিযোগে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। সামরিক শাসিত মিয়ানমারের একটি গোপন আদালতে গতকাল সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য সুচিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর বিবিসির।

ইতোমধ্যে কোভিড নিরাপত্তা আইনলঙ্ঘন, ওয়াকি টকি আমদানি এবং সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কয়েকটি অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সু চি। সব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বমোট ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে। তাকে দ্রুত মুক্তি দিতে গত সপ্তাহে আহ্বান জানায় জাতিসংঘের

নিরাপত্তা পরিষদ। এছাড়াও বিভিন্ন সময় মিয়ানামারের সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত