শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামদেবপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়ে রান্নার চুলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় মো. মুশফিক নামে সাড়ে ৩ বছর বয়সি এক শিশু। দগ্ধ হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে গত ২৯ ডিসেম্বর শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় মুশফিক। ওই শিশুর বাবা আল-আমিন জানান, স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম। ওই সময় অতিরিক্ত শীত থাকায় রান্নার চুলায় আগুন পোহাতে যায় মুশফিক। এরপর হঠাৎ চুলা থেকে তার শরীরে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইলের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর দেড়টার দিকে মুশফিক মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।