রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জীবনবিমা করপোরেশনে চাকরি করতেন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ছেলে মো. আশিকুর আলম বলেন, আমার বাবা মতিঝিল জীবন বিমা করপোরেশনে ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিকরা গ্রামে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত সাইদুল আলমের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।