চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই তিনজনের যাবজ্জীবন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে অটোরিকশাচালককে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে শামীম হাসান, একই উপজেলার কিশমত মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া ও উপজেলার পূর্বপাড়া গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে সোহাগ ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে শামীম হাসান, সুজন মিয়া ও সোহাগ ইসলাম পরস্পর যোগসাজশে সাহাদাত হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে

সারা দিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন। রাত ৯টায় সাহাদাতকে অজ্ঞাত স্থানে নিয়ে গলা কেটে হত্যা করে তারা। লাশ ধানক্ষেতে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যান।

এ ঘটনায় নিহত সাহাদতের মা সাহিদা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ অটোরিকশা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করে।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ বলেন, দুই বছর এ মামলায় ১২ জনের সাক্ষ্য নেয়া হয়। দীর্ঘ শোনানি শেষে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায়ে মামলার বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।