ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘন কুয়াশাচ্ছন্ন মহাসড়ক

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৫

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৫

হবিগঞ্জ জেলার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গতকাল সকালে জেলার মাধবপুরের শহাপুর এলাকার মেটাডোর কোম্পানির ফ্যাক্টরির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাঁও গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), একই উপজেলার কমলাটিলা এলাকার ইয়াছিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজুড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া সুলতানা (২৪) ও মেয়ে হাবিবা জান্নাত (৩)।

পুলিশ জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিক থেকে আসা-যাওয়া করা ৩টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে ছিল ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক সাদির আলী এবং যাত্রী আব্দুস সালাম ও আতিকুর রহমান শিহাব মারা যান। আহত অবস্থায় সিলেটে নেয়ার পথে মারা যান আব্দুস সালামের স্ত্রী সাদিয়া এবং মেয়ে হাবিবা। গাড়িগুলোতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। জানা গেছে, রাজু নামে একজন প্রবাসী শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে নিতে বিমানবন্দরে গিয়েছিলেন আব্দুস সালাম, তার স্ত্রী সাদিয়া ও মেয়ে হাবিবাসহ কয়েকজন। দুর্ঘটনায় আহত রাজুকে আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত