ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বর্ণের দামে ফের রেকর্ড

স্বর্ণের দামে ফের রেকর্ড

আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালোমানের স্বর্ণের দাম দেশের বাজারে ২ হাজার টাকার বেশি বেড়েছে। এতে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা পার হলো স্বর্ণের দাম। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দেয়। সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী,

ভালোমানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯০ হাজার ৭৪৬ টাকা। গত ৩০ ডিসেম্বর দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে ওঠে মূল্যবান এ ধাতু। গত ৩০ ডিসেম্বর সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা করা হয়। দেশের ইতিহাসে এর আগে কখনো এক ভরি স্বর্ণের দাম ৮৮ হাজার টাকা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত