যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ দেশব্যাপী বিক্ষোভ মিছিল-সমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে। এর আগে গত ১১ জানুয়ারি রাজধানীতে গণঅবস্থান থেকে বিক্ষোভের এ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রসহ জেলা-উপজেলা, মহানগর, পৌরসভায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
এদিকে যুগপৎ আন্দোলনের তৃতীয় এ কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠক করাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ কর্মসূচি পালন করবে দলটি। এরইমধ্যে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর চিঠিও দিয়েছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল জানিয়েছেন, আজ দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ ও মিছিল হবে। এতে প্রধান অতিথি থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া গণতন্ত্র মঞ্চ সকাল ১১টায় কাওরান বাজারে এনার্জি রেগুলেটরি কমিশন ভবনের সামনে সমাবেশ করবে। অলি আহমদের এলডিপি পান্থপথে এফডিসি সংলগ্ন অফিসের সামনে সমাবেশ করবে। ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ দুপুর ২টায় পল্টনে প্রীতম হোটেলের উল্টো দিকে আল রাজি ভবনের সামনে সমাবেশ ও মিছিল করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় সমাবেশ করবে ‘বাম গণতান্ত্রিক ঐক্য জোট’। সমমনা গণতান্ত্রিক জোট রাজধানীর নটরডেম কলেজ এলাকায় মিছিল করার পরিকল্পনা নিয়েছে বলে জোটের সমন্বয়ক সাইদুর রহমান জানিয়েছেন। তবে বিএনপির সঙ্গে জামায়াতের নতুন করে দূরত্ব বাড়ায় দলটি যুগপৎ এ কর্মসূচিতে থাকছে না বলে আভাস পাওয়া গেছে।