রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

নতুন আর কাউকে ঢুকতে দেব না

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বরাবরই বলে আসছে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। কিন্তু সম্প্রতি মিয়ানমার সীমান্তে গোলাগুলি-সংঘাতের কারণে শূন্যরেখার আশ্রয় শিবির ছেড়ে হাজারো রোহিঙ্গা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের পাহাড়-জঙ্গলে আশ্রয় নিয়েছে। তবুও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বলেছেন, আমরা এখানে (বাংলাদেশে) কাউকে ঢুকতে দেব না। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। মিয়ানমারের সংঘাতের কারণে শূন্যরেখার প্রায় ৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেব না। মোমেন বলেন, বিষয়টি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আমাদের জেনারেল প্রিন্সিপাল অনুযায়ী, আমরা আর নতুন কাউকে নেব না। শূন্য লাইনে মারামারি চলছে দুইটা দলের মধ্যে। দুইটাই মিয়ানমারের। সিচুয়েশন ইজ নট ভেরি গুড। কারণ ওখানে বাড়িঘর অনেক জ্বালিয়ে দিয়েছে। সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে গোলাগুলি-সংঘাতের সময় আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। এরপর শূন্যরেখায় বসবাস করা রোহিঙ্গাদের একটি অংশ পালিয়ে বাংলাদেশ ভূখণ্ডে এসে আশ্রয় নেয়। তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরে হাজারো রোহিঙ্গা খোলা আকাশের নিচে পলিথিনের তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে।