নদীর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেতু তৈরির নির্দেশ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নদীর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেতু নির্মাণ করতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে যাতে আর সেতু ভাঙতে না-হয় এ কারণে জেলা প্রশাসকদের এই নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোয় বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতু নির্মাণ করতে হবে। সেতুর ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউই যেন সেতু নির্মাণ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি। তিনি আরো বলেন, ভারত থেকে আসা গঙ্গাবিলাস জাহাজ যাতে বাংলাদেশে ভালোভাবে নোঙর করতে পারে এবং যাত্রীরা ঠিকভাবে ভ্রমণ করতে পারে, সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। এই জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে। সম্মেলনে জেলা প্রশাসকেরা উপকূলীয় অঞ্চলে যাতায়াতের সমস্যা নিয়ে কথা বলেছেন। বিষয়টি আমলে নেয়া হয়েছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।