ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় নরওয়ে

বললেন রাষ্ট্রদূত
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় নরওয়ে

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় নরওয়ে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ২৩তম পাখি মেলার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এসময় বলেন, জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ হলে দেশের মানুষও সন্তুষ্ট থাকবে। পাখি দেখতে ভালো লাগে তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি পাখি মেলা দেখতে ছুটে এসেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। এর আগে বিশ^বিদ্যালয়ে ‘পাখণ্ডপাখালি দেশের রতœ আসুন সবাই করি যতœ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩তম এই পাখি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম। পাখি মেলা উপলক্ষ্যে শিশুদের পাখি আঁকা প্রতিযোগিতা ও পাখি বিষয়ে তথ্য সম্বলিত বিভিন্ন স্টল বসেছে। এছাড়া পাখি সংরক্ষণে বিভিন্ন বিষয়ে কয়েকজনকে পাখি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত