ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো কলেজে নির্বাচন না পাওয়া শিক্ষার্থীরা ফের চতুর্থ ধাপে ভর্তির আবেদন করার সুযোগ পাচ্ছে। গতকাল সোমবার থেকে চতুর্থ ধাপে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামীকাল বুধবার রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী রোববার রাত ৮টায় চতুর্থ ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে। সূত্র মতে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করে কলেজে মনোনয়ন পাননি সেসব শিক্ষার্থী চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কলেজে ভর্তি হতে পারেনি বা নিশ্চায়ন করতে পারেনি তারাও চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাবেন। একাদশে ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, ভুল এবং অনাকাঙ্খিত জটিলতা এড়ানোর জন্য, একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে, অর্থাৎ একই উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করে একাধিক আবেদন না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। একটি ব্রাউজার উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করলে যে কোনো একটি ট্যাব ব্যাতীত অন্য সকল ট্যাবের ডাটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, অপরের আবেদন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

জানা গেছে, চতুর্থ ধাপের আবেদন যাচাইবাছাই করা হবে ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। বোর্ড আরও জানিয়েছে, অনলাইন ছাড়া ম্যানুয়ালি একাদশে ভর্তি করা হবে না।

জানা গেছে, একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করার পরও অনেক শিক্ষার্থী কাঙ্খিত কলেজ পাননি। আবেদন করেও সাড়ে ২২ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাননি। এদের মধ্যে ২ হাজার ৮৪২ জন জিপিএ-৫ পেয়েছিলেন। আর এসএসসি ও সমমান উত্তীর্ণ ৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেননি। ভর্তির জন্য নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেননি সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে কলেজ না পাওয়া ও ভর্তির আবেদন না করা শিক্ষার্থীদের ফের আবেদন করার সুযোগ দেয়া হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত