ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গতকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এ শোক পালন করা হয়।

এছাড়াও ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এর আগে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

তুরস্কের ভূমিকম্পে আটকেপড়া লোকদের উদ্ধারে অনেক দেশের মতো সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশও। উদ্ধারকাজে অংশ নিতে তুরস্কে গেছে বাংলাদেশের একটি উদ্ধারকারী দল। সেনা সদস্য, ফায়ার ফাইটার, চিকিৎসকসহ ৪৬ জনের দলটি গত বুধবার রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত