ভার্চুয়াল আলোচনায় বক্তারা

নীল অর্থনীতির বাংলাদেশ গড়তে উপকূল রাখতে হবে দূষণমুক্ত

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘সমুদ্র বাঁচাও, বাংলাদেশকে বাঁচাও : সামুদ্রিক ও উপকূলীয় দূষণমুক্ত পরিবেশে নীল অর্থনীতির দেশ গড়ো’ শিরোনামে এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেছেন, নীল অর্থনীতির দেশ গড়তে সমুদ্র উপকূলজুড়ে দূষণমুক্ত পরিবেশ জরুরি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এই আলোচনা সভার আয়োজন করে। কানাডার সেন্ট্রাল আলবার্টা থেকে ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কানাডা প্রবাসী লেখক ও গবেষক, ‘স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের’ স্পেশাল প্রজেক্ট কমিটির চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন। গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ‘স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আবেদ আহসান সাগর, যুব উদ্যোক্তা ওমর ফারুক জয়, মশিউর রহমান, সিনিয়র স্কুল শিক্ষিকা শিরিন ফেরদোসী, সাংবাদিক শামসুল হাবিব এবং অংশ গ্রহণ করেন হাটবোল্ট আইটি সল্যুশনের কো-ফাউন্ডার মিজানুর রহমান, দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক ফিরোজ মিয়া, এশরার জাহিদ খুসরু, সাকির আলম, তামিম হোসাইন শান্তা সাইফুর হাসান ও আব্দুল মালেক নইম।

মূল প্রবন্ধ উপস্থাপক সাজ্জাদ হোসেন বলেন, বাংলাদেশে কিছু আইন ও প্রবিধান রয়েছে, যা সমুদ্র সুরক্ষার জন্য বিশ্বব্যাপী চাহিদার সাথে সংগতি রেখে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে হবে। আমাদের লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণে জাতীয় জনমত গঠন করা ও আইনি শাসনের পাশাপাশি দেশীয় স্টেকহোল্ডারদের হাতে হাত রেখে এগিয়ে যাওয়া।

কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আবেদ আহসান সাগর বলেন, বাংলাদেশ সমুদ্র দূষণ ভয়াবহ আকার ধারণ করছে এবং মাছের প্রজনন থেকে শুরু করে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর প্রতিকারে ইনস্টিটিউশনাল সাপোর্ট প্রয়োজন। কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন বলেন, উপকূলীয় ১৯ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে প্রকল্প নিতে আগ্রহী ‘স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন ’বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যেসব উদ্যোগ নেয়া হয়েছে সমুদ্র অর্থনীতির লক্ষ্য অর্জনসহ দারিদ্র্য বিমোচন, অশিক্ষা দূর ও চিকিৎসা সুবিধা দানে স্পেশাল প্রজেক্ট কমিটি গঠন করা হয়েছে।