দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গতকাল ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। এদিকে সরকারের পদত্যাগ দাবিতে দেশের সব ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপিও। শান্তি সমাবেশের মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ের চাঙা হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুরের বদরগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেন, বিএনপি সারা দেশে পদযাত্রার নামে নৈরাজ্য সন্ত্রাস ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না। আমাদের দল সতর্ক পাহারায় থাকবে। তারা যদি ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, দেশপ্রেমিক জনগণ তাদের মোকাবিলা করবে।
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়নে একযোগে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি ইউনিয়নে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সদরের বেলগাছা ও মোগলবাসা ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু। জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এসময় ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্য ইউনিয়নের শান্তি সমাবেশে জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়ন ও ২নং বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার লংগদু, কাউখালী, কাপ্তাইসহ বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপি হামলা করেছে বলে অভিযোগ করেছে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের উপর হামলা করেছে। এ ছাড়া ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাদপুর-৪ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম সহ অন্যরা। এছাড়াও কুমিল্লার তিতাস, মুন্সীগঞ্জের শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন, গাজীপুরের শ্রীপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে, ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।